সাধারণ স্বাস্থ্য ও জলবায়ু। १४é ২১শে মাঘ শুক্রবার হইতে এই জেলাতে প্রবল শীত এবং তদানুবদিক তুষারপতন হইয়াছিল। গ্রীষ্ম-বঙ্গের অষ্টান্ত অনেক জেলা অপেক্ষ এই জেলায় গ্রীষ্মাণ্ডিশ্য কম। এই জেলার উত্তরাংশস্থিত নিবিড় বনরাজি এবং দক্ষিণভাগস্থিত मानौकून ७ क्शिनशूरश्न अदशनहे नांकि हेशद्र बनाङय कांब्र१ ।। বৈশাখের অন্তে এবং জৈষ্ঠের প্রারম্ভেই গ্রীষ্মের প্রকোপ কিছু বেশী হইয়া থাকে। গ্রীষ্মকালে তাপমানযন্ত্র দ্বারা ৯৯৩ ডিগ্রীর অধিক এবং ৬৫ ডিগ্রীর নূ্যন তাপ এই জেলায় পরিলক্ষিত হয় না। গ্রীষ্মের শেষভাগে মধ্যে মধ্যে বারিপাতনিবন্ধন তাপ হ্রাস পাইতে থাকে। সাধারণতঃ বৈশাখ অস্তেই যাত্মাসিক বায়ুপ্রবাহ আরম্ভ হইতে থাকে। এই সময়ে প্রায় প্রত্যহই সায়ংকালে আকাশমণ্ডল ঘনসমাবৃত হইয়া ঝড় উঠিয় থাকে। ফলে কোথাও বৃহৎ মহীরূহ সমূলে উৎপাটত হইয় পড়ে ; কোথাও বা গৃহসমূহ চুৰ্ণবিচূর্ণ হইয়া যায়। গ্রকৃতির यहे उ७दनूठाकरण नममोब खगप्वांड७ डौष५ ठग्रजांब्रिङ श्रेश আরোহীসহ ক্ষুদ্র বৃহৎ তরণীসমূহ স্বীয় কুক্ষিগত করিয়া ফেলে। ষান্মাসিক বায়ুপ্রবাহ প্রথমে দক্ষিণদিক হইতে প্রবাহিত হয় এবং ক্রমে ক্রমে উহার গতি পরিবর্তিত হইয়া পূৰ্ব্বদিকে এবং অবশেষে উত্তরপূৰ্ব্বদিকে সরিয়া যায়। সাধারণতঃ চৈত্রমাসেই শিলাবৃষ্টি হইয় থাকে। শিলাবৃষ্টিতে বোরধান্ত, তিল, ক্ষিরাই পাট এবং আন্ত্রের ক্ষতি সংসাধিত হয়। চৈত্রমাস হইতে জ্যৈষ্ঠ মাস পর্য্যন্তই গ্রীষ্মের প্রকোপ পরিলক্ষিত হয়। राई-भूर्सर ठेऊ श्रेग़ाइ cर sारू cबण नशैरश्ण cान। অসংখ্য নদনদী ইহার বক্ষেদেশে উপৰীতৰং শোভা পাইতেছে। এই জেলার পূর্বে, দক্ষিণে, এবং পশ্চিমে তিনটা প্রধান নদনদী এৰাতি।
পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।