দ্বাবিংশ অধ্যায়। প্রাচীন কীৰ্ত্তি । লালবাগের কেল্লা, ও বিবি পরির সমাধি । লালবাগের কেল্লাকে কেহ কেহ আরঙ্গাবাদের কেল্লা বলিয়াও অভিহিত করিয়া থাকেন (১)। যে স্থানে এই কেল্লাটী অবস্থিত তাছার নাম ঔরঙ্গাবাদ বা আরঙ্গাবাদ। দিল্লীশ্বর ঔরঙ্গজেবের নামানুসারে ঐ স্থানের নাম ঔরঙ্গাবাদ বা আরঙ্গাবাদ হওয়া অসম্ভব নহে। কোট নগরীর পশ্চিম প্রান্তে অবস্থিত। দক্ষিণে ক্ষীণতোয় বুড়িগঙ্গা বালুকাস্ত,পমণ্ডিত বিশাল চর বক্ষে ধারণ করিয়া মৃদুমন্থরগতিতে প্রবাচিত হইতেছে। বর্তমান সময়ে বুড়িগঙ্গা কিঞ্চিং দক্ষিণ দিকে সরিয়া যাওয়া নদীটী কেল্লা হইতে প্রায় সিকি মাইল ব্যবধানে পড়িয়াছে। শিতাব্দী পূৰ্ব্বে কেল্লাট এরূপভাবে অবস্থিত ছিল যে, বোধ হইত যেন উহার মূলভাগ নদীগর্ভে প্রোথিত রহিয়াছে। বস্তুতঃ দক্ষিণদিকের কতকাংশ কালক্রমে বুড়িগঙ্গার কুক্ষিগত হইয় পড়িয়াছিল। পরে নদী প্রবাহ এই স্থান হইতে কিয়দূরে সরিয়া পড়ে (ং)। হাণ্টার সাহেব লিখিয়াছেন "র্গের বহির্ভাগ, কয়েকটা তোরণার, দরবারপ্রকোষ্ঠ এবং স্নানাগারের ধ্বংসাবশেষ মাত্র ১৮৩৯ খৃঃ অঙ্গে (3) Khan Bahadur Syed Aulad Hussein's Antiquities of Dacca. ( & ) “The south face of the enclosure was formery washed by the river; but the stream has now receded some distances”.Cunningham's Report on the Archaelogical Surveyof India, VolxV
পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।