পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [ ১ম খঃ ארטי পরিলক্ষিত হয়। সম্ভবতঃ এইখানেই দশনামী সন্ন্যাসীদিগের মঠ ছিল । List of ancient monuments đị# #Rf# Rởg 5t#* *Itrẽ ! সিদ্ধেশ্বরী ও মালীবাগের আখরা। ঢাকা নগরীর উত্তরাংশে, বর্তমান নিউটাউনের সন্নিকটে, মালীবাগ নামক স্থানে সিদ্ধেশ্বরী দেবীর মন্দির অবস্থিত। এই কালীমূৰ্ত্তি বিক্রমপুরাধিপতি চাদরায়ের প্রতিষ্ঠিত বলিয়া শ্রত হওয়া যায়। মন্দিরের প্রাঙ্গনমধ্যে একটী রক্তচন্দনবৃক্ষ স্বীয় গৌরবোন্নত মস্তক উত্তোলন পুৰ্ব্বক দণ্ডায়মাণ রহিয়াছে। চন্ধনকৃক্ষ মন্দিরের সমীপবৰ্ত্তী অন্ত কোথায়ও আর দৃষ্ট হয় না। সিদ্ধেশ্বরী বাড়ীর প্রায় সংলগ্ন পশ্চিমোত্তর দিকে, নিবিড় অরণ্যানী মধ্যে, একটা বাধান পুকুর ও কতকগুলি প্রাচীন মন্দির আছে, উহা মালীবাগের আখরা নামে পরিচিত। হাম পত্রপূর্ণ আস্ত্র প্রভৃতি বৃক্ষরাজি আপনাপন শাখা প্রশাখা বিস্তার করিয়া এরূপ ভাবে আলিঙ্গনসংবদ্ধ হইয়। এখানে শান্তিকুঞ্জ নিৰ্ম্মাণ করিয়াছে যে, মধ্যায়ু ভাস্করের প্রদীপ্ত কিরণজালও ইহা ভেদ করিয়া তন্মধ্যে প্রবিষ্ট হইতে পারেন । সুতরাং নিদাৰ মধ্যাস্তুেও সুশীতল বায়ুম্পর্শে শরীর শীতল হইয়া যায়। পৌষমাসে ঢাকা নগরীর আমোদপ্রিয় অধিবাসী বৃনের আননা কোলাহলে এই স্থানটা মুখরিত হইয়া উঠে। এই সময় এখানে একটী মেল জমিয়া প্রায় একমাসকাল স্থায়ী হয়। ১৫৮৬ খৃঃ অক্টে চাদরায়ের মৃত্যু হয়। সুতরাং এই সময়ের কিঞ্চিৎকাল পূৰ্ব্বে সিদ্ধেশ্বরী স্থাপিত হইয়া থাকিবে। প্রবাদ এইযে, সিদ্ধেশ্বরীর জনৈক সেবাইত সোঁমারবন গোস্বামী এক জন স্বয়ংসিদ্ধ মহাপুরুষ ছিলেন । তিনি এইস্থানেই সিদ্ধি লাভ করেন। একদা এই মহাত্মা দেবীর প্রাঙ্গনমধ্যস্থিত একটা ইনার