পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩শ অঃ } দেবালয়াদি । శిy: অধিষ্ঠাত্রীদেবী। মন্দিরের পূর্ব ও পশ্চিম পাৰে ৭০ ও ৫ ফিট উচ্চ দুইটা মঠ বিদ্যমান আছে। পশ্চিম পার্থের মঠটা পঞ্চচূড় বলিয়৷ পঞ্চয়ত্ব নামে স্বপরিচিত। মন্দিরের সন্নিকটে একটী নবরত্ন মঠের ভগ্নাবশেষ পরিলক্ষিত হইয় থাকে। প্রায় ২৮ বৎসর বাবৎ উৎ ভূমিসাং ইয়াছে। জয়কালীর মন্দির হইতে নবরত্ন মঠট ৫০ বৎসরের প্রাচীন বলিয়া অবগত rst stol List of ancient monuments owten owns মাধব চালার সিদ্ধিশক্তি । তুরাগ নদীর পূৰ্ব্বতীরবর্তী সাকোসার গ্রামের পশ্চিমদিকে সিদ্ধিশক্তি নামে এক পাষাণময়ী দশভূজামুষ্টি প্রতিষ্ঠিত আছে। এই মূৰ্ত্তি এবং মন্দিরটি অতি প্রাচীন বলিয়া বোধ হয়। বৌদ্ধ নরপতিগণের অধঃপতনের সঙ্গে সঙ্গে এতদঞ্চলে বৌদ্ধ ধর্মের জ্যোতিঃ মলিন হুইয়া শৈব ও বৈষ্ণব ধর্মের প্রভাব বৃদ্ধি পাইতে থাকে। এই সময়েই বৌদ্ধ তাকি মস্তের প্রাধান্ত পরিলক্ষিত হয়। মহিষমৰ্দ্দিনী, সিংহবাহিনী, চুওরোধিনী প্রভৃতি মূৰ্ত্তি এই সময়েই নির্শিত হইয়া থাকিবে। মিতারার দশভূজা । ময়মনসিংহ জেলাস্থিত পণ্ডিতবাড়ী গ্রামে প্রায় ১••• বঙ্গাদে অশেষ শাস্ত্রাধ্যাপক জনৈক পণ্ডিত ব্রাহ্মণ বাস করিতেন। এই পণ্ডিত মহাশয়ের গৃহে ভগবতী দশভূজার মূৰ্ত্তি প্রতিষ্ঠিত ছিল। পরে উহা এই জেলার মিতার গ্রামে আনীত হয়। উক্ত পণ্ডিতমহাশয়ের জয়দুর্গা নারী কস্তার দেহলত জন্মকাল হইতেই দ্বিবিধ বর্ণেরঞ্জিত ছিল। এই বিচিত্র কঙ্কার জন্মগ্রহণ অধ্যাপক

  • छब्रहूर्णैग्नि भोक्तः কিয়দংশ কৃষ্ণবর্ণ এবং অপরাংশ গৌর বর্ণ ছিল।