পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ob & ঢাকায় ইতিহাস। [ ১ম থঃ মহাশয়ের কতদূর গ্ৰীতিপদ হইয়াছিল বলিতে পারি না। পক্ষাভরে প্রতিবেশী-জনগণের নানাবিধ মৰ্ম্মস্তুজ-উক্তি যে বালিকার বিৰাছ বিষয়ের পরিপন্থী হইয়া পড়িয়াছিল, তদ্বিষয়ে কোনও সনোহ নাই। সুতরাং অধ্যাপক মহাশয়কে বিষমচিস্তায় পড়িতে হইল ; এবং বিবাহের বয়স উপস্থিত হইলেও বরের সন্ধান না করিতে পারিয়া তিনি অত্যন্ত ব্যক্তিব্যস্ত হইয়া উঠিলেন। এই সময়ে মাণিকগঞ্জ মহকুমার নিকটবৰ্ত্ত মিতারা গ্রামবাসী রাঘবেন্দ্র ভট্টাচাৰ্য্য বিদ্যাধী হইয় অধ্যাপক মহাশয়ের সমীপে আগমন করেন। কাৰ্যকলাপ দৃষ্টি অন্যান্ত বিদ্যার্থীগণ রাঘবকে নিতান্ত নিৰ্ব্বোধ বলিয়৷ মনে করিত। চতুরের নিকটে নিৰ্ব্বোধের যেরূপ অবস্থ দাড়ায় এক্ষেত্রেও তাছার বৈলক্ষণ্য ইষ্টয়াছিল না। কাজেই অভাব অমুবিধার বিষম ভার রাঘবের ভাগ্যেই অধিক পড়িত। গভীর রাত্রিতে গৃহে অগ্নির অভাব হইলে, নিকটবৰ্ত্তী বিভীষিকাময় প্রকাও ময়দান অতিক্রম করিয়া, সন্ন্যাসীর ধুনী হইতে অগ্নি আনয়ন, অপর কাছারে সাহসে কুলাইত না ; সে সময় সকলে, রাঘবকেই সেই বিপদ-সমুল পথে প্রেরণ করিয়া নিশ্চিন্তমনে কালাতিপাত করিত। স্বচতুর পণ্ডিতমহাশয় রাঘবেস্ত্রের বুদ্ধির দৌড় সন্মশনে তাহাকেই জয়দুর্গার উপযুক্ত বর স্থির করিয়া কন্যাদায় হইতে উদ্ধার পাইবার উপায় স্থির করিতে লাগিলেন। সুতরাং রাঘৰ পাঠ সমাপন করিয়া অধ্যাপক সন্নিধানে বিদায়গ্ৰহণ করিবার জন্ত চরণবন্ধনা করিলে তিনি গুরুদক্ষিণার প্রস্তাব করিয়া বলিলেন,—“আমার কল্প জয়দুর্গাকে বিবাহ করিয়া, তুমি আমাকে দক্ষিণ প্রদান কর।” এক্ষেত রাষৰ বুদ্ধিমান! তদুপৰি আবার গুরুদক্ষিণার কথা। কাজেই এই বিবাহ হইতে আর কালবিলম্ব -झ्हेण न ।