পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●象8 চাকার ইতিহাস। [ ॰भ ९: স্বৰ্গীয় নবাব খাজে আসান উল্লা বাহাদুরের জ্যেষ্ঠ পুত্র ৰেহেস্তগত খাজে হাফেজ উল্লার নামানুসারে ইহা হাফেজমঞ্জিল আখ্যা প্রাপ্ত হইয়াছে। এক্ষণে দুর্গের প্রাচীর গাত্র সংলগ্ন হইয়া রাজপথ চলিয়াছে। হাতীবন্দ । বানার এবং লাক্ষ্য নদীদ্বয়ের সংযোগস্থলে, একডালার অনতিদূরে অবস্থিত। এইস্থান পূৰ্ব্বে আস্তোমেলা নামে পরিচিত হইত। টলেমী আস্তিবলের সহিত এই স্থান অভিন্ন মনে করেন। পালবংশীয় ভূপালগণ এই স্থানে খেদ৷ নিৰ্ম্মাণ করিয়া হস্তী ধৃত করিতেন বলিয়া উহ। হাতীবন্দ বা হাতীমল্ল বলিয়। কথিত হইত। Dr. Taylor's Topography of Dacca, হামছাৰী । সোনারগায়ের অন্তর্গত এই গ্রামে অসাধারণ ধীশক্তিসম্পন্ন রাজা কৃষ্ণদেব সেন জন্মগ্রহণ করেন। ইনি প্রথমতঃ নবাব সরকারে বক্সী পদে প্রতিক্টিভ ছিলেন বলিয়া বক্সী নামে সুপরিচিত। কৃষ্ণদেবের ৰীত্তির মধ্যে হামছাদী গ্রামে কৃষ্ণসাগর, রামসাগর, পিলখানা ও যাত্রাবাড়ীর হুর্গের ভগ্নাবশেষে বর্তমান আছে। হোসেনপুর। মেজর রেণেল এই স্থানকে ওলমপুর বলিয়া উল্লেখ করিয়াছেন। ১৭৬৫ খৃঃ অব্দে তিনি এই স্থানে একট গীর্জার ভগ্নাবশেষ সম্বশন করিয়াছিলেন। গ্রামটী ঢাকা হইতে প্রায় ৫০ মাইল দূরবর্তী উত্তরপূর্ব দিকে অবস্থিত। এই গ্রামের নিম্ন দিয়া একটা খাল ব্ৰহ্মপুত্র श्रेष्ठ यदाश्डि इहेन शूरिक निरगः नौब्र गरिउ गशशविष्ठ इहेब्रांद्वह । -