পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশ্লিষ্ট । NVG পরকীয় কীৰ্ত্তি-রাজি কেহই বিলুপ্ত করিবে না । ভবিষ্যৎ রাজন্ত বর্গের উদ্বেপ্তে রামচন্দ্র ইহা বারম্বার অনুরোধ করিয়াছিলেন। এই সাধারণ ধৰ্ম্ম-সেতু রাজগণের সর্বদাই পালনীয়। সগর হইতে আরম্ভ করিয়া বহু নরপতিই ভূমিদান করিয়া গিয়াছেন, তবুও যখন যে নরপতি ভূমির অধীশ্বর থাকেন, দানের ফল তিনিই প্রাপ্ত হন ( ১৭-২২ )। জয়কৰ্ম্মান্তবাসক হইতে পরম সেগত পুরুদাস কর্তৃক লিখিত ইতি সম্বং ১০+৩ ( ১২-২s)। c”ोद नि २०+¢ । (२8) । ১৮৮৪৮৫ খৃঃ অব্দে রায়পুর থানার অন্তর্গত আসরফপুর গ্রামে মিঞা বক্সথ নামক জনৈক কৃষক একটা প্রাচীন জলাশয়ের সন্নিকটবর্তী মৃত্ত্বিকাপ মধ্যে পিত্তল ও অষ্টধাতু নির্মিত চল্লিশটা চৈত্য সং উক্ত তাম্রশাসনদ্বয় প্রাপ্ত হয়। মুড়াপাড়ার জমীদার ৮ প্রতাপচন্দ্র বন্দোপাধ্যায় মহাশয় উছার একথান এসিয়াটিক সোসাইটতে অৰ্পন করেন। অপর ফলকটা লাকরশির চৌধুরী-বংশোদ্ভব ঐযুক্ত তারকনাথ রায় মহাশয় এসিয়াটিক সোসাইটার তদানীন্তন প্রেসিডেন্ট ঐযুক্ত হেনরী বিভারিজ মচোদয়কে প্রদান করিয়াছিলেন । চৈত্যগুলির মধ্যে দুইটা মাত্র তারক বাবুর হস্তগত হয়। তন্মধ্যে একটা—তিনি ডাক্তার ছোৰ্ণেলকে এবং অপরটা খান বাহাদুর প্রযুক্ত সৈয়দ আওলাদ হোসেন মহাশয়কে অৰ্পন করিয়াছিলেন । প্রথম তাম্রশাসন দ্বারা দশদ্রোণাধিক নবপাটক ভূমি আচাৰ্য্যবদ্য সংঘামিত্রের বিহার বিহারিক চতুষ্টয়ে প্রদত্ত হইয়াছে। এই ফলকে রাজা শ্ৰীদেবখড়গ ও রাণী প্রভাবতীর নাম প্রাপ্ত হওয়া ধায় । উক্ত ফলকোল্লিখিত পরনাতননাদৰশ্মি ও পলশত বিহার আমরা আধুনিক ৰশ্বিল্প ও পলাশ নামক স্থানদ্বয় বলির মনে করি। দেবড়েগঞ্জ