পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रे8 ঢাকার ইতিহাসগ আইড়ল, আউটসাহী, আটপাড়, আবদুল্লাপুর, আমুদপুর, ইছাপুর, কনকসার, কমলাঘাট, কউরহাট, কলম, কাজিরগাও, কাটিয়াপাড়া, কাঠাদিয়া-সিমুলিয়া, কান্দনীসার, কামারখাড়া, কুচিয়ামোড়া, কুৰ্ম্মির, কুমারভোগ, কুকুটিয়া, কুমরপুর, কেওর, কেওটখালী, কৈচ'ল, কোnt, কোরহাট, খিলপাড়, খিদিরপাড়, গাউপাড়, গাউয়ি, গুনগাও, ঘাসিরপুকুরপাড়, চন্দ্রনভোগ, চাচুরতলা, চারিআনি, চিত্রকোট, চুড়াইন, চৌদহাজারী, জৈনসার, জোয়াররাজদিয়া, টঙ্গীবাড়ী, তরতির, তালতল, তারপাশ, তাজপুর, তেলিরবাগ, তেয়টিয়া, দিঘলি, দ্বিপাড়া, দেভোগ, দেউলভোগ, দোগাছি, ধরণ্ডি, ধলছত্র, ধাইদ, ধানকুনিয়া, ধীপুর, নয়ন, নশঙ্কর, নাগরভোগ, নেত্রাবতী, নোয়াদ, পশ্চিমপাড়া, পয়সাগাও, পঞ্চসার, পাঐলদিয়া, পাইকপাড়া, পাচগাও, পুলাইল, পুরাপাড়া, ফেগুনাসার, ফুরসাইল, বহর, বজ্রযোগিনী, বটেশ্বর, বলাসিয়া, বয়রাগাদী, বারৈখালী, বাধিয়া, বাসির, বাছেরক, বাসাইল, বালিগাও, বাণী, বাইনখাড়া, ব্রাহ্মগাঁও, বিদগাও, বেতকা, বেজগাও, বেলতলি, ভরাকর, তবানীপুর, ভাটপাড়া, ভাগ্যকুল, মধ্যপাড়া, মালথানগর, মাইজগাও, মাইজপাড়া, মাকোহাটী, মালপদিয়া,মালদা, মুলচর, মেদেনীমওলং, শোল, রঘুরামপুর, রন্থনিয়, রাজধাড়, রাউংভোগ, রামপাল, রোধী, লস্করপুর, লৌহজঙ্গ, জীনগর,ঐধরথোল, শেখরনগর, শিমুলিয়া, শুয়িসিদ্ধি, ষোলঘর, সানিহাট, সাতগাও, সাওগাও, সিংটয়, সিলিমপুর, লিয়ালী, স্ববচনী, লোহাগদল, সোণারং, হলদীয়া, হাসাইল, হাগাড়া, প্রভৃতি গ্রাম উত্তরবিক্রমপুর মধ্যে অবস্থিত। (৪) বাজু বা চন্দ্রপ্রতাপ, সুলতানপ্রতাপও সেলিম প্রতাপ—এই বিভাগের উত্তরসীম। ময়মনসিংহ জেল ; দক্ষিণসীমা পদ্মা ; পশ্চিমলীম ৰবুনা ও পূৰ্ব্বসীমা তুরাগ, ভাওয়াল ও ৰিক্রমপুরের