পাতা:তীর্থরেণু.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
লুব্ধা


আহা রাই আমাদের শক্ত মেয়ে,
ও সে ছাড়েনা দাঁও হাতে পেলে;
রাই দশটা চাঁপা আদায় ক’রে
মোটে একটি চুমা শ্যামকে দিলে!

তার পরদিনেই এক নূতন কাণ্ড,
হঠাৎ শ্যামের বরাত গেল খুলে;
রাই দশটা চুমা দিলে সেদিন
মোটে একটি কদম্বের বদলে!

ওগো তার পরের দিন রাই আমাদের
যেন চাইতে কিছু গেল ভুলে;
আহা শ্যামকে শুধু রাখ্‌তে খুসী
আপন অধরখানি ধর্‌লে তুলে!

হায়, তার পরের দিন মূর্খ মেয়ে
নিজের সবই শ্যামের পায়ে থুলে;
কারণ, সন্দেহ তার চন্দ্রাকে শ্যাম
চুমা দিয়েছে গো বিনিমুলে।

দ্যু-ফ্রেণি।
৮২