পাতা:তীর্থরেণু.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

ছলনা যে হায় ব্যবসায় তব
বুঝিনু তা’ ভাল ক’রে!
শতবার তুমি ক’রেছ ছলনা,—
করেছ শতেক ভাবে,
দুঃখ কেবল এ ব্যাভার তব,—
স্মরণে রহিয়া যাবে।
সুখের লাগিয়া পাহাড়-আড়ালে
লইলাম আশ্রয়,
সুখ দূরে থাক্‌, সিংহ আসিয়া
হিয়া উপাড়িয়া লয়!
তাড়াতাড়ি ক’রে হ’লনা শিঙার
ফেলে এনু ফুল-ডালা,
তাই কি আমায় পরাইলে সখা
বিষম জালার মালা?
শিকারের মত ক্ষত বিক্ষত
করিলে আমারে বাজ!
জোর জবরিতে পরাণে মারিলে,
এই কি উচিত কাজ?
নিম্‌খুন্‌ করি’ কাটারি রুখিলে
পূরে কি মনস্কাম?
ভ্রুকুটি করিয়া যে ছুরি হানিলে
তাহাতেই মরিলাম।

৯২