এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
অসাধ্য-সাধন
দেহ-বিমুক্ত আত্মা দেখিবে?—
এস তবে ত্বরা করি’,
মৌন পূজায়,—ম্বলিত-বসনা
দেখ ঐ সুন্দরী।
নৈলি।
অদৃষ্ট ও প্রেম
অদৃষ্ট শাসন করে নিখিল ভুবনে,
শাসনে সে রাখে নৃপগণে;
নারীর হৃদয়, প্রাণ, প্রেম চিরদিন
হ’য়ে আছে তাহারি অধীন!
রক্ত হ’তে পারে ক্ষয়, কি ফল তাহায়?
অদৃষ্ট প্রেমের গতি, কে রুধিবে, হায়!
ফর্দ্দূসী।
বিদেশী
স্বপনের শেষে আঁখি কচালিয়া কি দেখিনু আহা মরি!
চন্দ্রলোকের কান্তি যেন গো এসেছে মূরতি ধরি’!
ভাগ্য আমার ফলিল কি আজ? লভিনু দৈব বল?
বৃহস্পতি কি এল একাদশে? সখী তোরা মোরে বল্।
৯৫