এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
আপান-গীতি
(ফরাসী)
রাঙিয়ে স্বচ্ছ কাচের গেলাস!
আয় রে আমার তরল বিলাস!
অপ্সরীদের অধর সুধা! বক্ষ-লোহের দোসর তুমি!
এস মদির-নেত্রী সাকী!
এস, তোমায় সাম্নে রাথি,
গ্গুল্-গুল্-গুল্, ঢুক্-চুক-ঢুক্, জমিয়ে রাখ আসর তুমি।
নাই জগতে এমনটি সুখ,—
গ্গুল্-গুল্-গুল্-গুল্! ঢুক্-চুক-টুক্!
পয়সা তিনে স্বর্গ কিনে স্বপ্ন-পরীর অধর চুমি।
বৎসরান্তে
সেও তো এমনি এক বিহ্বল শ্রাবণে
নব অনুরাগে ভরি’ উঠেছিল হিয়া!
তব অলকের গন্ধ সন্ধ্যা-সমীরণে
পান আমি ক’রেছিলু, প্রিয়া!
আজিকে মাথার কেশে রচিলে আসন,
দাঁড়ায়ে দেখিব শুধু, গলিবে না মন।
১০০