পাতা:তীর্থরেণু.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

সেও তো এমনি এক শ্রাবণ-দিবসে
মূর্ত্তিমতী দেবী বলি’ পূজেছিনু তোরে,
তুমি যা পবিত্র করি’ দিতে গো পরশে
বুকে তুলে নিছি তা’ আদরে।
আজিকে টুটেছে প্রেম, মন উদাসীন,
যতনে নাহিক ফল, সে যে প্রাণহীন।

লরেন্স্‌ হোপ্‌।


আত্মঘাতিনী

আরেক দুর্ভাগিনী
গেছে সংসার থেকে,
জীবন যাতনা মানি’
মৃত্যু নিয়েছে ডেকে।
ধর্‌ গো আস্তে ধর্‌
সাবধানে তোল্‌, বাছা;
মুখখানি সুন্দর,
বয়েস নেহাৎ কাঁচা।

তবু সে পরেছে আজ
মহাযাত্রার সাজ;
আর্দ্র বসনে, চুলে

১০১