এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
অবিরত জল ঝরে;
ঝটিতি নে গো নে তুলে,
ঘৃণা ভুলে, স্নেহভরে।
তুলিস্নে হেলা ক’রে,
ব্যথার ব্যথী হ’, ওরে!
দাও নয়নের বারি;
গ্লানি তার ঘুচিয়াছে,
এখন যেটুকু আছে—
সে যে পবিত্র-নারী।
তার সে মতিভ্রমে
ভাবিনে আজ ভ্রমে,—
আর সে অত্যাচারে;
সব কলঙ্ক শেষ,
শুভ-সুন্দর বেশ
মৃত্যু দিয়েছে তারে।
থাক্ তার শত ক্রটি
তবু সে মানুষ, ওরে,
লালাস্রাবী ঠোঁট দুটি
মুছে দে যতন ক’রে।
১০২