পাতা:তীর্থরেণু.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

(প্রমাণ খুঁজিছে কারা?)
দেবতার কৃপাধারা
তাও যে অদর্শন।

কত গৃহে আলো জ্বলে’-
ঝলকে নদীর জলে,
কত উৎসব হয়,
অভাগী আঁধারে থেকে
অবাক নয়নে দেখে,
নিশীথে নিরাশ্রয়!

কন্‌কনে হিম হাওয়ায়
কাঁপিয়ে দেছিল তারে,—
কাঁপাতে পারেনি যাহায়
স্রোতে কি অন্ধকারে;
লাজ অপমান স্মরি’
মরণ নিল সে সরি’,—
পরাণ ছুটিতে চায় রে!
যেথা হোক্‌! যেথা হোক!
এ-জগতের বাইরে!

নদীর খরস্রোতে
গেল সে শীতল হ’তে,—
ঝাঁপ দিল বিহ্বলে;

১০৪