এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
লুব্ধ পুরুষ! কই?
এসে দেখে যাও, ওই
কর্ম্মের ফল ফলে!-
পার যদি স্নান কোরো,—
পান কোরো ওই জলে।
ধর্ গো আস্তে ধর্,
সাবধানে তোল্, বাছা;
মুখখানি সুন্দর!
বয়েস নেহাৎ কাঁচা।
তনুখানি নমনীয়
থাকিতে থাকিতে, ওরে
যতনে শোয়ায়ে দিয়ো
শেষ শয্যার ‘পরে;
চকিত চোখের পাতা
খোলা যেন থাকে না তা’,—
দিয়ো সে বন্ধ ক’রে।
ভীষণ চাহিয়া আছে
মৃত্যু-হতাশ আঁখি,
ভবিষ্যতের পানে
যেন সে দৃষ্টি হানে
গ্লানির মাঝারে থাকি’।
১০৫