পাতা:তীর্থরেণু.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

(২)

ঝিঁ ঝি ডাকা শীত!
একা জাগি বিছানায়;
কাঁপিতেছে হৃৎ,
কাছে কেহ নাহি, হায়;
ধরণী তুষারে ছায়।

গোকু।


(৩)

দুঃখে কাঁদিনে,
নিয়তির পদে নমি,
ভয় শুধু মনে।
শপথ ভেঙেছ তুমি;
দেবতা কি যাবে ক্ষমি’?

শ্রীমতী ঊকন্‌।


(৪)

মুগ্ধ প্রভাত,
শিশির ঝলকে ঘাসে;
শরতের বাত
উদ্দাম ওই আসে,
সোনার স্বপন নাশে।

আসায়াসু।
১১২