পাতা:তীর্থরেণু.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

(৫)

চপল সে ঠিক
দম্‌কা হাওয়ার মত;
জানি, তার কথা
ভুলিলেই ভাল হ’ত;-
ব্যর্থ যতন যত।

শ্রীমতী দৈনী-নো-সাম্মি


(৬)

কুসুমের শোভা
টুটে সে বৃষ্টিজলে,
রূপ মনোলোভা
তাওতো যেতেছে চলে;
আসা-যাওয়া নিলে।

শ্রীমতী কোমাচী।


(৭)

প্রবল হাওয়ায়
মেঘ ভেঙে চুরে যায়;
জ্যোৎস্না চুঁয়ায়,
চাঁদ ফিরে হেসে চায়,
আঁধার লুকায় কায়।

শাক্যো-নো-তায়ু-আকিসুকে।
১১৩