পাতা:তীর্থরেণু.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

(৮)

যামিনী ফুরালে
প্রভাত আসিবে, জানি;
সূর্য্য জাগালে,
তবু বিরক্তি মানি;—
তোমারে বক্ষে টানি।

মিচি-নোবু ফুজিবারা।


(৯)

জেলেদের জাল
দেখা নাহি যায় জলে,
এমনি কুয়াসা;-
দৃষ্টি নাহিক চলে,
‘বেলা হ’ল’ তবু বলে !

সাদায়োরি।


(১০)

রাগ কোরো না গো।
জল দেখি নয়নেতে;—
বঁধু গেছে মোর,
সুনাম বসেছে যেতে;
মন বাঁধি কোন মতে!

শ্রীমতী সাগামি।
১১৪