পাতা:তীর্থরেণু.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

হরষে যে ধন লুটিয়া এনেছি
যতনে রেখেছি ঘরে!
স্ত্রী। মধুচক্রের সব নহে মধু, .
সব(ই) নহে পরিপাটি;
অনেক তাহাতে আছে জঞ্জাল,
ঢের আছে মলামাটি।
পুরুষ। রাজার মতন ভালবাসি তোরে,
ভালবাসি গরিমায়,
যাহার আদেশে ওঠে বসে লোক,
যার গুণ সবে গায়।
স্ত্রী। রাজার সঙ্গে প্রেমের তুলনা
কোরো তুমি চিরদিন,
যার কটাক্ষে নত হয়ে আসে
নয়ন লজ্জাহীন;—
পুরুষ। যার কটাক্ষে কলঙ্কী হিয়া
সরমে মরিয়া যায়,
যার ইঙ্গিতে সব সঙ্কোচ
নিঃশেষে লয় পায়।

১২০