এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
রণচণ্ডীর গান
(আইস্ল্যাণ্ড)
পড়্ল টানা যমের তাঁতে
পড়্বে কেরে পড়্বে কে!
রক্তে রাঙা শক্ত মাকু
মরবে কে আজ মরবে রে!
ঘন বুনন্ চল্ছে বেড়ে
নাইক ছাড়ান্-ছিড়েন্ যে,
নাড়ীর মত নীল টানা, আর
রক্ত-রাঙা ‘পড়েন্’ সে!
সকল টানার মাথায় মাথায়
চাপিয়ে নরমুণ্ড ভার,
ঠেল্ছি মাকু রক্তমাখা
কাটার, টাঙি, খড়গ আর!
শড়্কি গুলো চর্কি আমার
কামাই নেই একদণ্ড তার,
আগাগোড়া লোহায় গড়া
তাঁতখানা খুব চমৎকার!
ভদ্রা নেছে গুটিয়ে লাটাই,
রিক্তা নলী এলায় রে!
বর্ম্ম চিবায়, চর্ম্ম চিবায়,
জীবন নিবায় হেলায় সে।
১২২