পাতা:তীর্থরেণু.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

মরণ ঝড়ের মধ্যিখানে
বাঁচবে কে আর বাঁচবে কে?
প্রাণের আশা নেই কাহায়ো,
রিক্তা এখন নাচবে যে!
নন্দা, জয়া, দিগ্বিজয়ীর
কর্ণে জপে জয়ের গান;
রিক্তা এসে কঠোর হেসে
হরণ করে বীরের প্রাণ!
নগ্ন ভীষণ অঙ্গ হাতে
ঘোড়ায় তবু চড়্‌বি কে?
অগম দেশে চল্‌বি ধেয়ে।
ফিরবি নে আর মরবি রে!


বসন্তে অশ্রু

নব বসন্ত ডাক দিয়ে গেছে।
দুয়ারে দুয়ারে, হায়,
নব বধূ তাই এসে দাঁড়ায়েছে
আধ খোলা জানালায়।
জরিতে জড়িত নীল রেশমের
বসনে ঢেকেছে কায়া,
ললাটে এখনো চিহ্ন পড়েনি
নয়নে পড়েনি ছায়া;

১২৩