পাতা:তীর্থরেণু.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু


সহসা বাতাস বয়ে নিয়ে এল।
উতলা ফুলের বাস,
সহসা তাহার মন উথলিয়া
পড়িল গো নিশ্বাস!
রণচণ্ডীরে যে ধন সঁপেছে,—
যা’ দিয়েছে কীর্ত্তিরে,—
তাহারি লাগিয়া বিহ্বল হিয়া,—
নয়ন ভরিছে নীরে।

ওয়াং-চাং-লিং।


সৈনিকের গান

(গ্রীস্‌)

শড়্‌কির মুখে কর্ষণ করি
আমরা এমন চাষা!
কাতার নাহিক, কর্ত্তন করি
খড়েগ ফসল খাসা!
নিরস্ত্র করি শত্রু সকলে
নিরস্ত হই তবে,
পদতলে পড়ি’ ‘হুজুর’ ‘জনাব’
বলি’ তারা কাঁদে সবে।

১২৪