এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
বন্দী সারস
বন্দী সারস দাঁড়ায়ে আছে,
পিঞ্জরতলে আঙিনা মাঝে,
উড়ে যেতে তার মন চায়;
সাগর পার যাবে আবার,—
সে আশা এখন মিছে হায়।
এক পায়ে ভর করিয়া রহে,
বোজা চোখ দিয়ে সলিল বহে,
আর পায়ে ফিরে করে ভর;
বদল করে, ভাবিয়া মরে,
হায় অসহ্য অবসর!
কভু মাথা গোঁজে পাখার নীচে,
সুদূরের পানে তাকায়,—মিছে,—
প্রাচীরে ঘিরেছে চারিদিক;
নাহিক ফাঁক, শিলার থাক,
মিছে চেয়ে থাকা অনিমিখ।
আকাশের পানে আঁখি ফিরায়,
দেখে চেয়ে চেয়ে,—উড়িয়া যায়
স্বাধীন সারস দলে দল
দেখিতে দেশ; সে শুধু ক্লেশ
সহিছে, দহিছে অবিরল!
১৩০