পাতা:তীর্থরেণু.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

হায় পাখী! মিছে ভরসা রাখা,
আর কি তোমার হ'বে গো পাখা?
হ’লেও সে,—লাভ নাহি তায়;
যতই হোক,—নিচুর লোক—
বারে বারে কেটে দিবে, হায়।

আরাণী।


রণমৃত্যু

বীরের মত ম'র্তে পেলে চাইনে কিছু আর,
সব কলঙ্ক ফেবে ধুয়ে বুকের রক্তধার!
তপ্ত গোল—বক্ষ 'পরে ধর্ব্ব লুফে তায়,
মুক্ত মাঠে খোল হাওয়ায় জীবন যেন যায়।
শত্রু যদি হয় সাহসী—হয় সে বীর্যবান-
বীরের মৃত্যু আমায় তবে দ্যায় সে যেন দান।
স্বদেশ কিবা বিদেশ ‘পরে মর্তে ক্ষতি নাই,
চাইনে নাম; বীরের মত ম'র্তে যদি পাই।
মৃত্যুতে মোর যে বংশটির দীপ হ'বে নির্ব্বাণ,
মৃত্যু স্বীকার,-মর্য্যাদা তার কর্ব্বনাক ম্লান।
মৃত্যুতে মোর জয়ের ধ্বজা নাই তুলিল শির,
শত্রু মিত্র রবে তবু ‘পতন হ’ল বীর’।

ফিজবল।
১৩২