পাতা:তীর্থরেণু.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

বালক বয়সে ছেড়ে এসেছিল
গরীব বাপের ঘর,
ভাগ্য ফিরাতে সৈনিক হ'য়ে
যুঝেছে নিরন্তর;
দুর্গম দেশে সে দুঃসাহসী
ফিরেছে সর্ব্বদাই,
সম্পদ কিবা না ছিল সহায়
না ছিল বন্ধু ভাই।
দুঃখ বিপদ গ্রাহ্য করে নি।
চ'লেছে গাহিয়া গান,
আজি বিশ্রাম পেয়েছে আরাম
ঘূর্ণার অবসান।


ফাল্গুনী মিঠা পুষ্প ছিটায়ে
আবরিয়া শবাধার,
দুঃখ সুখের দোসরেরা তার
মুছে আঁখি শতবার;
কঁদিয়া বেচারী সিপাহীর নারী
চলিয়াছে ম্রিয়মান,
তার সিপাহীর হ'য়ে গেছে রণ
যাত্রার অবসাণ!

অজ্ঞাত।
১৩৪