এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
ক্ষুদ্রগাথা
“ও রাজপুত্র! ও বন্ধু! দেখ চেয়ে!”
“ডাকিছ কি সখা শরের আঘাত পেয়ে?”
“দেখি, দেখি,-বুকে কিসের ও রাঙা দাগ?”
“ওকি দেখিতেছ? ছড় গেছে বুঝি? যাক্।”
“ও রাজপুত্র! ফের, ফের এই বেলা,
খাড়া এ পাহাড়, উপরে শত্রু মেলা!”
“পাথরেতে ঠেকে উছট লেগেছে বুঝি;
ও সিপাহী লোক! বন্দুক ধর! যুঝি!”
হূণ সৈন্যেরা চ’লেছে দর্পভরে;
রাজার পুত্র,সহসা আহত শরে,—
কহিল ফুকারি’ “হোঠোনা সিপাহী লোক!”
আর কথা নাই,-নিবেছে জীবনালোক।
জিউলে।
মল্লদেব
(একটি ফরাসী গাথার অনুসরণে)
যুদ্ধে গেছেন মল্লদেব!
ঝনন্-ঝন্! ঝনন্-ঝন্! ঝনন্-ঝন্!
কবে ফিরিবেন জানি নে গো,
কবে হ’বে তাঁর শুভাগমন!
১৩৫