পাতা:তীর্থরেণু.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু


বিরক্ত বিব্রত কেন তবে?
অক্ষত শান্তির কেন আশা?
শান্তি লাগি যুদ্ধ হেথা হবে,
পৃথিবী যে মানুষের বাস।

ওয়ারেণ্‌ হেষ্টিংস্।


তৈমূর-স্মরণ

(তাতার ও তিব্বত-বাসী মোগলদিগের মধ্যে প্রচলিত)

শিবিরে মোদের দৈব পুরুষ
তৈমূর ছিল যবে,
মোগল জাতির বীর্য্য তখন
বিখ্যাত ছিল ভবে;
ধরণী সে হ’ত নিজে অবনত
মোগলের পদভরে,
শুধু কটাক্ষে লক্ষটা জাতি
কাঁপিয়া মরিত ডরে!
তৈমূর! অবিলম্বে তুমি কি
ল’বে না নূতন কায়?
এস, ফিরে এস দৈর পুরুষ
র’য়েছি প্রতীক্ষায়।

১৪০