পাতা:তীর্থরেণু.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

মোগল আজিকে শান্ত হ’য়েছে,—
নিরীহ গড্‌ডলিকা,
নিরালয় মাঠ আলয় যাদের
হৃদয়ে বহ্নিশিখা!
কই গো তেমন শিরদার কই?
কোথা সেই সর্দ্দার?
মোগলে যেজন রণপণ্ডিত
করিবে পুনর্ব্বার!
তৈমূর! অবিলম্বে তুমি কি
ল’বে না নূতন কায়?
এস, ফিরে এস দৈব-পুরুষ
র’য়েছি প্রতীক্ষায়।


মোগলের ছেলে বন্য ঘোড়ায়
বাহুবলে বশে আনে,
দৃষ্টি তাহার মরু-বালুকার
লিখন পড়িতে জানে!
তবু সে দৃষ্টি ব্যর্থ এখন
মিছা কাজে আছে ভুলি’;
বৃথা বাহুবল,—বাঁকাতে পারে না
পৈতৃক ধনুগুলি।

১৪১