এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
তৈমূর অবিলম্বে তুমি কি
ল’বে না নূতন কায়?
এস, ফিরে এস দৈব পুরুষ
রয়েছি প্রতীক্ষায়।
দৈব-পুরুষ তৈমূর পদে
আমরা নোয়াই শির;
সবুজ চায়ের পাতা দিই তরে
পালিত মেষের ক্ষীর।
হৃদয়ে মোদের তৈমূর-কথা
যুগে যুগে জাগরূক,
উৎসাহ ভরে উদ্যত বাহু
মোগল সমুৎসুক।
লামা আমাদের মন্ত্র পড়,
করুন আশীর্ব্বাদ,
শড়্কী ও শর হবে খরতর,
পূর্ণ হইবে সাধ।
তৈমুর অবিলম্বে তুমি কি
ল’বে না নূতন কায়?
এস ফিরে এস দৈব-পুরুষ
রয়েছি প্রতীক্ষায়
১৪২