এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
জাতীয় সঙ্গীত
(জাপান)
অযুত যুগ ধরি’ বিরাজো মহারাজ!
রাজ্য হ'ক তব অক্ষয়;
উপল যতদিন না হয় মহীধর;-
প্রভূত শৈবালে শোভাময়।
জন্মভূমি
শ্রদ্ধা রাখিয়ে সারাটি জীবন স্বদেশের গৌরবে,
হেথা যে তোমার হিন্দোলা ছিল, হেথাই সমাধি হ'বে;
আকাশের তলে তোরে কোল দিতে আছে আর কোন্ দেশ?
দুঃখ কি সুখ যা' ঘটুক তোর হেথা আদি হেথা শেষ।
তাদের পূর্বব পুরুষের স্মৃতি লেখা আছে এরি বুকে,
কত বরেণ্য এদেশে ধন্য করিয়াছে যুগে যুগে;
‘অর্পাদ-বীর অর্পণ তোরে করে গেছে এই ভিটা,
‘হুনিয়া' ইহার নামটি ক'রেছে দুনিয়ার মাঝে মিঠা।
ম্যাগিয়ায়! নিজ জন্মভূমিতে ভক্তি রাখিয়ো তবে,
আজন্ম সে যে ক'রেছে লালন অন্তে সে কোলে লবে;
বিপুল জগতে তোরে কোল দিতে আর কোনো দেশ নাই,
মরণ বাঁচুন এইখানে তোর দুখ সুখ এই ঠাঁই।
ভোরোজ্মার্টি।
১৪৩