পাতা:তীর্থরেণু.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

সেই  শ্রীপদে যে চির-জীবন-নিঝর,
এতো শুধু ফুৎকার,—
শুধু  ক্ষণিকের মায়া,— মরণের ছায়া,—
স্বপনের সঞ্চার।
ওগো,  নিখিল শরণ, শঙ্কা হরণ।
সেই শ্রীচরণ চুমি’
আছে  ছায়ার মায়ার মরণের পারে
আমার জন্মভূমি।

ক্রিষ্টিনা রসেটি।


ভবিষ্যতের স্বপ্ন

ভবিষ্যতের তিমির-গর্ভে দেখিলাম ডুব দিয়ে
চর্ম্ম চোখেতে বিশ্ব লোকের স্বপ্ন দেখিনু কি এ!
দেখিনু আকাশ ভরিয়া উঠিল বণিকের ব্যোমযানে,
রাঙা গোধূলির নাবিকেরা মণি বোঝাই করিয়া আনে।
ঘোর হুঙ্কার শুনিনু গগনে, বীভৎস হিম পড়ে,
ব্যোম-পথে ব্যোম-বাহিনী লইয়া লক্ষ জাতিতে লড়ে।

সহসা বহিল দখিনা বাতাস ঝঙ্কার মাঝখানে,
'সাধারণী ধ্বজা তুলিয়াছে শির’ কহিল কে কানে কানে।

১৪৭