পাতা:তীর্থরেণু.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

স্মৃতি

যৌবন আমি ভালবাসিতাম
সুখাবেশে সুমধুর,
হউক ক্ষুদ্র তবু সে পাত্র
প্রেমে শুধু পরিপূর!
হ’লাম সেয়ানা হ’ল বিবেচনা,
গেল নাবালক নাম,
আমার বুদ্ধি কহিল আমারে,-
“ভালবেসো অবিরাম।”
তার পর চলি’ গেল যৌবন,
উড়িয়া পলাল সুখ;
তবু ভাল আজো আছে যে জাগিয়া
মনে আনন্দটুক্;
সে শুধু এখনো ভালবাসি ব'লে,-
খুসী আছি ভালবেসে
প্রেমের অভাব পূরাইতে কিছু
নাই মানুষের দেশে।

মাদাম দুদেতোৎ।
১৫০