পাতা:তীর্থরেণু.djvu/১৭২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
দুর্ব্বোধ

এখনো দুর্ব্বোধ!
জীবন কেটেছে এক সাথে,
দুঃখে সুখে, বসন্তে বর্ষাতে,
একই ঘরে গেছে দিন রাত,
বিবাহে মিলেছে হাতে হাত,
কত লীলা, কত খেলা, কত সে প্রমোদ;
তবু হায়, তবুও দুর্ব্বোধ!

এখনো দুর্ব্বোধ!
শৈশবের স্মৃতি মমতার,
প্রশংসা, সস্নেহ তিরস্কার,
ভুল করা, উপদেশ পাওয়া,
দেশে দেশে সঙ্গে সঙ্গে যাওয়া;
বিমুখ, বিরূপ শেষে—হয় তো বিরোধ
পরস্পর, এমনি দুর্ব্বোধ!

তবু ও দুর্ব্বোধ!
একই কাজে এক যোগে থেকে,
পরস্পরে ‘মিতা’ বলে ডেকে,
দ্বন্দ্ব ক’রে, বুকে টেনে নিয়ে,
অকুষ্টিতে প্রাণ খুলে দিয়ে,

১৫১