পাতা:তীর্থরেণু.djvu/১৭৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু

আঁখি আড়ে ছাড়াছাড়ি শেষে জন্মশোধ;
দেখা হলে তখন দুর্ব্বোধ!

তবুও হয়না পরিচয়!
মানুষ কি একান্ত একাকী,—
ভাবি আর স্তব্ধ হয়ে থাকি!
জনে জনে গণ্ডী দিয়ে দিয়ে,
প্রকৃতি গো রেখেছ ঘিরিয়ে;
গণ্ডী শুধু গণ্ডী ছোঁয়, মিলন না হয়;
হয়না যথার্থ পরিচয়।

হাউটন্‌।


নস্য

আমার ডিবায় নস্য আছে ভারি চমৎকার!
তুমি কিন্তু পাচ্ছ নাকো একটি কণাও তার।
যা আছে তা আমার আছে দিচ্ছি নে তা’ অন্যে,
এমন নস্য হয় নি তোদের বোঁচা নাকের জন্যে।
নস্যদানে নস্য আছে কিন্তু সে আমার;
তুমি বাপু পাচ্ছ নাকো একটি কণাও তার।

মুরুব্বিদের মুখে শোনা অনেক দিনের গান,
আধখানা তার শুনেছিলাম, শিখেওছি আধ্‌খান;

১৫২