পাতা:তীর্থরেণু.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

সে অবধি মোরে, হায়,
বাতাস ফিরায় পায়;—
দখিনে ও উত্তরে,
বনে ও বনান্তরে;
মাঠে, পাহাড়ের কোলে,—
অস্থির করে তোলে!
আমি চলি সেইখানে
বাতাস যে দিকে টানে;
শঙ্কায় নাহি মরি,
অনুযোগ নাহি করি।
আমি চলি সেই দেশে,
যেখানে সকলি মেশে,—
রাঙা গোলাপের দল,—
'লরেল্‌' সুশ্যামল।

আর্ণৎ।


অলক্ষ্যে

অলক্ষ্যে অচেনা লোক আসে প্রতি ঘরে,
অচেনার মাঝখানে কত খেলা করে!
অলক্ষ্যে চলিয়া যায় শেষে একদিন,
শূন্য নীড় পড়ে থাকে দেহ প্রাণহীন।

‘নাল-আদিয়ার’-গ্রন্থ।
১৫৯