পাতা:তীর্থরেণু.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

মায়া

প্রেমিক মরেছে, মরে গেছে প্রিয়া তার
তাদের প্রেমের চিহুটি নাই আর!
ওগো ভগবান! একি অপরূপ মেলা!
ছায়ায় ছায়ায় ভালবাসাবাসি খেলা।
মন যাহা নহে তাই হ’ল উন্মনা,
এ লীলা বুঝিবে বুঝাইবে কোন্ জনা!

রুমি।


নশ্বর

(প্রাচীন মিশর)

আপনি আপন সমাধি-ভবন নিরমিল যারা
রাখিতে দেহ,
আজি তাহাদের সে দেহ কোথায়? চিনু খুঁজিয়া
পায় না কেহ!
কোথা তাহাদের কীর্ত্তি-কাহিনী? আজি কোন্ জন
জানে বা তাহা?
কত শ্লোক আজ মুখে মুখে ফিরে, কার সে রচনা
জানি নে, আহা!
ভেঙেছে প্রাচীর রাজ-সমাধির, হায় এন্তেফ!
হায় গো প্রভু!
ভিত্তি তাহার খুঁজে পাওয়া ভার, যেন সে ছিল না,-
হয় নি কভু।

১৬৫