পাতা:তীর্থরেণু.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

কে জানে? কে বুঝে মরণ রহস্যেরে?
কে জানে চাঁদের ক্ষয়, উপচয়, ঋণে?
মানুষের মাঝে নাই কারো হিসাবে সে;
মৃত্যু জানাবে তিনে!

প্রবল ঢেউয়ের কিনারার প্রতি টান,
কিনারার টান ভগ্ন ঢেউয়ের দিকে!
আকাশ-বিদারী জ্বালাময় ভালবাসা,
জাগে যে বজ্রশিখে,—

যাবে না সে বোঝা, যতদিন আছে প্রাণ!
ধ্রুবতারা করি’ মরণের দু’ আঁখিকে
যে অবধি জরি’ না যায় প্রাণের বাসা,—
চেয়ে চেয়ে অনিমিখে;

একটি নিমেষে সমস্যা সমাধান
যতদিন নাহি হয় গো, দিগ্বিদিকে
ঊষার মতন হাসিতে ফুটায়ে আশা
অথবা দ্বিগুণ ম্লান করি’ গোধূলিকে।

সুইন্‌বার্ণ্‌‌।
১৬৭