পাতা:তীর্থরেণু.djvu/২০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

তীর্থের ধূলি মুঠি মুঠি তুলি’
করিয়াছি এক ঠাঁই,
বিশ্ব-বীণার তারে তারে তারে
পরশ বুলায়ে যাই;
প্রাচীন দিনের আচিন্‌ জনের
কুড়াই বিভূতি রাশি,
মৃত কবিদের অমৃত অশ্রু
বকুল-সুরভি হাসি!

রোলি, পবিত্রী, ঠুম্‌রা এনেছি,
এনেছি স্বর্ণ-মাখি,
শ্যাম-বিন্দু কি রামরজ,—আমি
কিছুই রাখি নি বাকি;
কাম্য কাজল, সতী সিন্দুর—
এনেছি ভিক্ষা মাগি’,
আশা-পূরী ধূপ এনেছি বঙ্গ
ভাষার পূজার লাগি।

হরি-বিরহিনী ব্রজ গোপিনীর
খিন্ন তনুর শেষ—
এনেছি গো সেই গোপীচন্দন—
জুড়াতে মরম দেশ।
অশ্রু-হাসির অভ্র আবীর
এনেছি যতন ক’রে,
সরস্বতীর চরণ সরোজে
অর্ঘ্য দিবার তরে।