পাতা:তীর্থরেণু.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

যাহা দিতে চাও তাই শুধু দাও,—তাতেই আমার শুভ,
এ কথা জেনেছি ধ্রুব,
তোমার অর্থে সার্থক কর মোর প্রার্থনাচয়,
প্রভু! মঙ্গলময়!


প্রার্থনা

হে প্রভু! আমার চরণ ক্লান্ত
এই পথখানি এসে;
ব্যথিত পান্থ করহে শান্ত,
পরাণ জুড়াও হেসে।

কম্পিত পদে ফিরেছি যে পথে
সেথাই কাঁটার বন;
তীর্থ সুদূর যাত্রী বিধুর,
ব্যবধান ত্রিভুবন।

সন্তাপহর! তোমার অজর
প্রেমের নিঝর পানে
নিয়ে যাও প্রভু! বড় ব্যথা বুকে,
পরশ বুলাও প্রাণে।

নিগ্রো ডান্‌বার।
১৮০