এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
পহেলি
নবীনে প্রবীণে নারী নরে মহামেলা!
বাঁশী সিতারের মিলিত সুরের খেলা!
ঝঙ্কারে, তানে, শিঞ্জনে কোলাকুলি,
গােল না বাধায় ঠেকার যে বোল্গুলি।
‘সােদর সিনেহ’ সুষমায় ভরে গেহ,
তুষ্ট হৃদয় চির নিরাময় দেহ;
মিলনের আলাে জ্বলিয়াছে মন্দিরে,
শিশু হাসি ঘিরে পুরাতন পৃথিবীরে।
শি-কিং গ্রন্থ।