এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
শির্ণি
কবি মনীষীর বন্দনা গীতি,
সাধু সন্তের ভাষা,
মিলে মিশে গিয়ে একটি পাত্রে
শির্ণি হ’য়েছে খাসা!
সকল সলিল সাগরে এসেছে,
আঁখি মেলে তোরা দ্যাখ্।
যার বন্দনা গেয়েছে সবাই,
সে যে এক! সে যে এক!
পাপ্ড়ি—প্রচুর প্রকাশ পেয়েছে
বেড়িয়া বৃন্তখানি,
একের পরম জ্যোতিরে ঘিরেছে
বিশ্বজনের বাণী।
২০১