পাতা:তীর্থরেণু.djvu/২৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু

মুকুলের গান

আঁধার নিশি সে কখন আসিবে,
আঁধারে আর্দ্র নিশাস ফেলে?
সবুজ ঘোমটা কবে শিথিলিবে?
অনতিশীতল শিশির ঢেলে!

প্রতি সাঁঝে আসে একটি বালিকা
মোরা তারে ভাল বাসি গো বাসি,
মোদেরি ‘পরে সে যতনে বরষে
সেচন ঘটের মুকুতা রাশি!

হৃদে তার আধ মায়ের মমতা
পিপাসার মত আকুলি’ উঠে,
চেয়ে ফিরে ফিরে বলে ধীরে ধীরে,—
“আজো একটিও ওঠেনি ফুটে!”

কখন্‌ আসিবে আঁধিয়ার রাতি
আঁধারে আর্দ্র নিশাস ফেলে?
অবগুণ্ঠন ঘুচাবে কখন?
নিশীথ-শীতল শিশির ঢেলে!

আল্‌বার্ট গায়্‌গার্‌।