পাতা:তীর্থরেণু.djvu/২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
স্নেহের নিরিখ্‌

কাঁটায় তুলে তৌল্‌ করে মহাজনের মাল,
নিখ্‌তি ক’রে সোনার ওজন জানে;
ব্যাভারে পাপ ঢুকলে পরে, দেখছি চিরকাল,
আইন বহির নিরিখ্, লোকে মানে।

কিন্তু তোরা জানিস, কিগো? বল্‌তে পারিস্‌ মোরে?
পেয়ে কোলে প্রথম ছেলে (ম’রে আবার বেঁচে)
মা-হওয়ায় যে নূতন সুখে মায়ের পরাণ ভরে,—
সে ধন ওজন করার নিরিখ্‌ নিখ্‌তি কোথায় আছে?

ক্যাপ্‌লন্‌।


ঘুমপাড়ানি গান

(কসাক্‌)

ঘুম যায়রে, ঘুম যায়রে, খোকা ঘুম যায়;
চাঁদ দেখ্‌তে চাঁদ উঠেছে নীল আকাশের গায়!
ভয় নেই রে মুদ্‌ব নাকো আমি আঁখির পাত,
চৌকি দিয়ে মানৎ মেনে কাটিয়ে দেব রাত।
আয় ঘুম আয়!

টেরেক্‌ নদী টগ্‌বগিয়ে টাট্টু, ঘোড়ার মত
গণ্ডশিলার উপর দিয়ে ছুটছে অবিরত;