এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
রাখছে ঘাটি ক্রুদ্ধ কসাক্, তলোয়ারে তার হাত,
চৌকি দিয়ে মানৎ মেনে কাটাই আমি রাত।
আয় ঘুম আয়!
খোকা রে তুই বেটাছেলে, বেটাছেলের দল
ছিনিয়ে নিয়ে যাবে তোরে, পড়বে চোখের জল।
ঘোড়ায় চড়ে কোন্ সুদূরে যাবি তাদের সাথ!
মাথা খুঁড়ে মানৎ মেনে কাট্বে আমার রাত।
আয় ঘুম আয়!
কসা বংশে জন্ম তোমার, কঠিন তোমার প্রাণ,
মনের মধ্যে তবুও আছে মায়ের প্রতি টান;
লড়াই তবু বাধলে, থোকা, ছুট্বি অকস্মাৎ,
মাথা খুড়ে, মানৎ মেনে, কাট্বে আমার রাত।
আয় ঘুম আয়!
বিদায় বেলায় যখন আমি কর্ব্ব আশীর্ব্বাদ,
উড়িয়ে নিশান চড়্বি ঘোড়ায় হেলিয়ে ডাহিন হাত।
খোকা আমার যুদ্ধে যাবে কঠিন কসাক্ জাত,
মাথা খুঁড়ে মানৎ মেনে কাট্বে আমার রাত।
আয় ঘুম আয়!
দলের সঙ্গে থাক্বি তবু ঠেক্বে ফাঁকা ফাঁকা,
আমায় বাছা, থাক্তে হবে এই ঘরেতেই একা;
৬