পাতা:তীর্থরেণু.djvu/২৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু

যেথায় থাকিস্‌ মনে রাখিস্‌ মায়ের আশীর্ব্বাদ,
জানিস্‌ মনে মানৎ মেনে কাটাই আমি রাত।
আয় ঘুম আয়!

প্রসাদী ফুল দেব আমি সঙ্গেতে তোমার,
যুদ্ধে গিয়েও মায়ের কথা ভাবিস্‌ এক একবার।
যেখানে যাস্‌ যেথায় থাকিস্‌ তোর কিছু নেই ভয়,
মানৎ মেনে আপদ বালাই কর্ব্ব আমি ক্ষয়।
আয় ঘুম আয়!


ঘুম-ভাঙা

(তামিল ছড়া)

আহা, আহা ‘আ-ঈ’!
আহা মরে যাই,
কচি আঙুল ঘুরুণি,
বাছ, পরাণ জুড়ুনি,
কে বেড়াবে হামা দিয়ে,
কে বেড়াবে দাওয়ায়,
কে খেল্‌বে ধুলো নিয়ে
ছাঁচতলাটির ছাওয়ায়!
আহা আহা ‘আ-ঈ’
ঘুম ভেঙেছে, মায়ি!