এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
আলোকের দিকে ধীরে ধীরে তোল মাথা,
রবি আশিষিবে, মেঘেরা ধরিবে ছাতা।
কর্ম্মের ক্লেশে ললাটে ঝরুক জল,
ফুটাও জগতে অক্ষয় ফুল ফল।
নিগ্রো ডান্বার।
ছোটো খাটো
ছোটো খাটো স্নেহের দু’টো কথা,
ছোটো খাটো সহজ উপকার,
পৃথিবীরে স্বর্গ ক’রে তোলে,
ক’রে তোলে পরকে আপনার!
অজ্ঞাত।
মিশর-মহিমা
মিশরে পুরুষ রণপণ্ডিত, রমণী ধনুর্দ্ধর!
স্তনন্ধয় যে শিশু তারে মাতা ধরান্ ধনুঃশর!
মার কাছে ছেলে সত্য বলিতে সত্য পালিতে শেখে,
সহজ সাহসে দুঃখ সহিতে শেখে শৈশব থেকে।
ভয়ে সে কাঁপে না, কষ্টে কাঁদেনা, লোহার বাঁটুল ছেলে,
দু’দণ্ডে বশ করিতে সে পারে দুরন্ত ঘোড়া পেলে।
পিতা হাতে তার দ্যান্ হাতিয়ার শেখান্ অস্ত্রখেলা,
বেড়ে ওঠে বুক শড়্কী ধনুক লয়ে ফিরে সারা বেলা।
ভীমরুল পারা দুর্ম্মদ তারা লড়িতে করে না ভয়,
বিনা ছলে কভু তাদের হঠানো নরের সাধ্য নয়।
১১