এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
শিশির যাপন
চোটো না ভাই বরফ আজো নড়্ছে নাকো দেখে,
হাত পা ভেঙে গিয়েছে তার প’ড়ে আকাশ থেকে!
সকল বাড়ীর দুয়ারে সে দিয়ে গেছে হানা,
জলে হাওয়ায় ছোরাছুরি, বাহির হওয়া মানা!
মস্জিদে লোক যায় না শীতে, ঘিরেছে উনান্,
দেখছি এবার অগ্নি পূজা ধলে মুসলমান!
আয় মেসিহি! শীতের ক’ দিন ঘুমিয়ে কাটাই আয়,
বসন্তে সব ফুলের সনে জাগ্ব পুনরায়।
বাসন্তী বর্ষা
ক্ষুদে’ বাদলের জয় হোক ওগো, প্রয়োজন বুঝে
দ্যায় সে দ্যাখা,
শস্য-বীজের তৃষ্ণা ঘুচাতে তপ্ত ঋতুতে
সে আসে একা!
বন্ধু হাওয়ার সঙ্গে নিশীথে নীরব চরণে
বেড়ায় সে যে,
তার সেই পুলকাশ্রুতে ভিজে ধরাতল ওঠে
সবুজে সেজে!
কালি সন্ধ্যায় মেঘের ছায়ায় হয়েছিল পথ
দ্বিগুণ কালো,
২১