পাতা:তীর্থরেণু.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

নাচিছে উত্তাল ঢেউ যত, এস্ত চোখে তাই দেখ বসি’?
“ক্ষুদ্র এই তরী স্বল্পপ্রাণ,-
সাহসে পশেছে সেও তরঙ্গ-সঙ্গাতে, আছে ভাসমান।
“বিনাশ যদ্যপি ঘটে তার,-
তাহে কিবা? নাহি কি তাহারি মত আরো হাজার হাজার?
“দর্পভরে হও আগুয়ান,
সহজ আরামে মাটি থেক না আঁকড়ি’ ভীরুর সমান;
“নেমে এস, যাও জেনে লয়ে
কি বিহ্বল পুলক বিপদে, কি আনন্দ ভাগ্যবিপর্যয়ে।”
বটে গো প্রমত্ত পারাবার,
আমি যে তোমার চেয়ে বলী, মহত্তর উচ্ছ্বাস আমার।
উঠি তব তরঙ্গ-চূড়াতে,
সে কেবল কৌশল আমার খেলিবারে আকাশের সাথে;
আবার তলায়ে ডুবে যাই,
কোলাহল-কল্লোলের তল কোথা আছে জানিবারে তাই।
নিরাপদে তীরে সারাবেলা
খেলা, সে যে বিধাতার মহা-অভিপ্রায় ব্যর্থ ক'রে ফেলা;
এ খেলা যে সাজে না আত্মার,
মৃত্যুহীন পরম পুরুষ চিরজনমের লক্ষ্য যার।
সিন্ধু সম বিঘ্ন ও বিপদে
বিশ্বজনে ঘিরেছেন তাই ভগবান; তাই পদে পদে
সৃজিয়া বেদনা ব্যর্থতায়

২৭