পাতা:তীর্থরেণু.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

আকাশ জুড়ে
একি আভাষ।
নিশার পড়ে
ঘন নিশাস!
কাহারা ধায়
প্রেতের প্রায়
অনল ভায়
মানি’ তরাস।

ঘোর কলরব।
তন্দ্রা মিলায়;
হ্রস্ব দানব
অশ্ব চালায়।
পলায় যে রড়ে
তারি 'পরে পড়ে,
ঢেউয়ে ঢেউয়ে চড়ে
নৃত্য-লীলায়!

কাছে আসে হুঙ্কার,
ধ্বনিছে প্রতিধ্বনি;
পুণ্যের কারাগার
মঠে কি মন্যু-ফণী?

৩০